- Your cart is empty.
আমাদের পরিচিতি
আমাদের কথা
১৯ই জানুয়ারি ২০২০। কি হয়েছিল এই দিন? পৃথিবীর ইতিহাস ঘেঁটে দেখলে হয়তো তেমন কিছু খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আমরা জানি, সেদিন কি হয়েছিল। সেদিন অনেক দিনের লালিত স্বপ্নকে বাস্তব রূপ দিয়েছি।
মানুষ ঘরে বসেই বই কিনবে, নিত্যপ্রয়োজনীয় ক্যারিয়ার, আত্মশুদ্ধি, ধর্মীয় বই কিনবে—এই একটা স্বপ্ন নিয়েই সেদিন শুরু হয় অনুভূতি প্রকাশনীর পথচলা। সেই থেকে সেই স্বপ্ন প্রতিমুহূর্তে বিস্তৃত হয়েছে, ক্যারিয়ার গড়ার উদ্যোগে অনেক তরুণকে দিয়েছে স্বপ্ন দেখার স্বাদ।
স্বপ্নের গতিপথ মাঝেমাঝেই পরিবর্তন হয়েছে, কখনো বাস্তবতার কষাঘাতে চোখ খুলে তাকাতে হয়েছে রূঢ়তার রোদে, আবার কখনো সর্বস্তরের ভালোবাসা ও নানান রকমের সাফল্যের বৃষ্টিতে ভিজে সোঁদা হয়েছে মন।
ভিশন
অনুভূতি প্রকাশনী ডট কম, একটি পরিবারের নাম। যে পরিবারের সদস্যরা স্বপ্ন দেখে একটি অন্যরকম বাংলাদেশ গড়ার।
প্রিয় বন্ধু, এই বইগুলো ছাপ্পান্ন হাজার বর্গমাইলের প্রতিটি অংশে পৌঁছে দেওয়ার। একসাথে এই পরিবারের সদস্যরা স্বপ্ন দেখে, দেখায়। এ যেন এক আত্মার বন্ধন, ভালোবাসার বন্ধন। এজন্যই হয়তো পরিবারের স্বাপ্নিক চোখ বড় বড় স্বপ্ন দেখে পূরণ করে ফেলার সামর্থ্যও রাখে। একদিন হয়তো সাফল্যের স্বর্ণশিখরে পৌঁছে যাবে অনুভূতি প্রকাশনী,
এক লাখেরও বেশি বই (নিত্যপ্রয়োজনীয়, ক্যারিয়ার, আত্মশুদ্ধি, ধর্মীয় বই) সংগ্রহ করবে, ও দেড় লাখের অধিক ক্রেতা-পাঠকের সংখ্যায় কোটির ঘরে পৌঁছাবে।
কিন্তু অনুভূতি ডট কম পরিবারের স্বপ্ন দেখা তখনো বন্ধ হবে না, একে অপরের প্রতি ও এই পরিবারের প্রতি দায়িত্বের কোনো হেরফের হবে না।
মিশন
অনুভূতি ডট কমের শুরুটা হয়েছিল বাংলাদেশের সব মানুষকে বইয়ের আলোয় আলোকিত করার লক্ষ্য নিয়ে।
বাংলাদেশের প্রকাশনা শিল্পটি যথেষ্ট সম্ভাবনাময় হওয়া সত্ত্বেও সঠিক বিপণন ব্যবস্থার অভাবে মুখ থুবড়ে পড়ে আছে।
ঢাকার বাইরে বই তো রীতিমতো দুষ্প্রাপ্য বস্তু। আর ঢাকাতেও বই যেন কেবল নির্দিষ্ট কিছু স্থানের মধ্যে সীমাবদ্ধ হয়ে আছে। মানুষের কাছে বই পৌঁছে দিতে পারলে রাতারাতি পাল্টে যাবে বইয়ের বাজার চিত্র, ও আসবে মানুষের জীবনে বৈচিত্র্য।
আর এই ধারণা থেকেই অনুভূতি ডট কমের সূচনা।
প্রকাশনা প্রতিষ্ঠানের ধরণ
- বিশেষায়িত প্রকাশনা প্রতিষ্ঠান: যেমন শিশু বই, ধর্মীয় গ্রন্থ, বা বিজ্ঞান বিষয়ক বই প্রকাশ করে।
- শিক্ষা বা গবেষণাভিত্তিক বই: যেমন বিশ্ববিদ্যালয় প্রকাশনী।